ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন লাকমাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমাল। আসন্ন ভারত সফরের পর শ্রীলঙ্কার জার্সি লকারে তুলে রাখবেন তিনি। ভারত সফর দিয়ে লঙ্গানদের হয়ে দীর্ঘ ১৩ বছরের খেলোয়াড়ি জীবন এখানেই শেষ হচ্ছে লাকমালের।


আজ বুধবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান লাকমাল। বিদায় নেওয়ার আগে লঙ্কান দলের সতীর্থ, কোচ ও সপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। নিজের অবসর প্রসঙ্গে লাকমাল বলেন, ‘এমন সুযোগ দেওয়ায় ও দেশের সম্মান রাখার দায়িত্বে বিশ্বাস রাখায় আমি শ্রীলঙ্কার ক্রিকেটের কাছে সবসময় ঋণী থাকব। আমার পেশাদার ও ব্যক্তিগত দুই জীবনকেই সমৃদ্ধ করেছে, এমন বোর্ডের সঙ্গে সম্পর্ক রাখা সত্যিই আনন্দের ছিল। আমার সব সতীর্থ, কোচ ও সতীর্থ ও সাপোর্ট স্টাফের প্রতি পূর্ণ সম্মান জানাচ্ছি।’


বিদায়বেলায় বোর্ডের কাছ থেকেও সহমর্মীতা পেয়েছে লাকমাল। তাকে শুভকামনা জানিয়েছেন লঙ্কানদের ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ম্যাথিউ ডি সিলভা।


তিনি বলেন, ‘আমরা লাকমলকে তার পরবর্তী জীবনের জন্য শুভ কামনা জানাই। যদি তাকে নির্বাচকরা দলে নেয় তাহলে ভারত সফরে শ্রীলঙ্কার হয়ে তার ভালো পারফরম্যান্স দেখতেও অপেক্ষায় রয়েছি।’


‘শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য লাকমালের দুর্দান্ত অবদান আছে। সে মনে রাখার মতো কিছু স্পেল করেছে জাতীয় দলের হয়ে। শ্রীলঙ্কার ক্রিকেটকে দেওয়া তার সবকিছু মনে থাকবে।’


হাম্বানটোটা জেলা থেকে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করা প্রথম ক্রিকেটার ছিলেন লাকমাল। নতুন টেস্ট ভেন্যু পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথম বলেই উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার ছিলেন তিনি। এই তালিকায় আগের দুটি নাম ছিল কপিল দেব ও ইমরান খান।


দেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ৬৮টি টেস্ট খেলেছেন লাকমাল। বল হাতে প্রায় ৩৬ গড়ে ১৬৮টি উইকেট নিয়েছেন তিনি। ৮৬ ওয়ানডেতে ১০৯ উইকেটও পেয়েছেন লাকমাল। এই ফরম্যাটে পাঁচের কিছু বেশি ইকোনোমিতে ওভার প্রতি রান দিয়েছেন তিনি।

ads

Our Facebook Page